| সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনায় দায়ের হওয়া তিন মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন। এ তিন মামলায় চার্জশিট না দেয়া পর্যন্ত তার জামিন দিয়েছে আদালত।
সোমবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আগাম জামিন দেন।
আদালতে খোকনের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, সঙ্গে ছিলেন ব্যারিস্টার সানজিদ সিদ্দিকী।
গত ৩০ জানুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বকশিবাজারে আদালতে হাজিরাকে কেন্দ্র করে হাইকোর্ট এলাকায় পুলিশের ওপর হামলা ও প্রিজন ভ্যান ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় রমনা ও শাহবাগ থানায় তিনটি মামলা করে পুলিশ। এ তিন মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদীন ও সম্পাদক মাহবুব উদ্দীন খোকনকে আসামি করা হয়। গত ১ ফেব্রুয়ারি এই তিন মামলায় জয়নুল আবেদীনকে আগাম জামিন দেয় হাইকোর্ট।
এদিকে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন বিদেশে থাকায় তার স্ত্রী একটি রিট দায়ের করেন। যাতে দেশে ফিরলে তাকে হয়রানি বা গ্রেপ্তার না করার আরর্জি জানানো হয়। আদালত সেই আবেদনের শুনানি নিয়ে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করার আদেশ দেয়। আজ তিন মামলায় তিনি আগাম জামিন পেলেন।
Posted ০৯:০০ | সোমবার, ০৫ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain