
| রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে ৯০টি পেট্রলবোমাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন- তরিকুল (৪১), নিয়ম কুমার (৩৭) ও মহিদুল (৩৬)।
শনিবার দিনগত রাতে কাফরুলের ইব্রাহীমপুরের স্বাধীনতা চত্বর এলাকায় অভিযান চালিয়ে কাফরুল থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
এক বার্তায় এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ। জানানো হয়, গ্রেফতারদের বিরুদ্ধে কাফরুল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজই তাদের আদালতে তোলা হবে।
Posted ০৭:০৬ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain