
| রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
ইসরায়েলি বাহিনীর গুলিতে পশ্চিমতীরের উত্তরাঞ্চলীয় শহর জুনাইনে এক ফিলিস্তিনি যুবক নিহত হয়েছে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম আল আরাবিয়া এ খবর জানিয়েছে।
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল আরাবিয়া জানায়, জুনাইনের উপকণ্ঠীয় এলাকা বুরকিনে ফিলিস্তিনি অধিবাসীদের বাড়িতে অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রতিবাদে ফিলিস্তিনিরা রাস্তায় বেরিয়ে আসলে ইসরায়েলি বাহিনীর গুলিতে ওই যুবক নিহত হয়। নিহত ওই যুবকের নাম আহমদ উবাইদ (১৯)।
তবে ইসরায়েলি বাহিনীর অভিযোগ নিহত ওই যুবক গত মাসে একজন ইহুদি আইনজীবি হত্যায় অভিযুক্ত।
Posted ০৬:২৫ | রবিবার, ০৪ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain