
| শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
রাজধানীতে গত আন্দোলনের মতো আর কোন ব্যার্থ আন্দোলন দেখতে চায় না বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সভাপতিরা। তারা বলছে, জেলা নেতাকর্মীরা তাকিয়ে আছে কেন্দ্রের দিকে। কেন্দ্রীয় যে কোনো ডাকে সাড়া দেবেন তারা। তবে গত আন্দোলনের মতো আর রাজধানীকে দেখতে চায় না তারা।
বক্তব্যে তারা বলেন, প্রয়োজনে সিনিয়র নেতাদের সমন্বয়ে রাজধানীতে স্থান ভাগ করে দিতে হবে যেন আন্দোলনকে আরো বেগবান করা যায়।
শনিবার দুপুরে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানের গ্রাউন্ড বল রুমে দ্বিতীয় অধিবেশনের বক্তব্যে এসব কথা বলেন জেলা সভাপতিরা।
নির্বাহী কমিটির দ্বিতীয় অধিবেশন শুরুতেই বক্তব্য রাখেন রংপুর জেলা সভাপতি সাইফুল ইসলাম, কক্সবাজার জেলা সভাপতি মো. শাহাজাহান, কিশোরগঞ্জ জেলা সভাপতি শরিফুল ইসলাম আলম।
এরআগে বেলা ১১ টায় শুরু হয়েছে দীর্ঘ ২ বছর পর ডাকা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির এ সভা। শুরুতে নেতাদের সামনে শোক প্রস্তাব রাখেন দলের যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মাহাবুব উদ্দিন খোকন। স্বাগত বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার পরেই দীর্ঘ ১ঘন্টা ১৫মিনিট বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
Posted ১৫:৫২ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain