
| শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, আওয়ামী লীগ সবসময় সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন চেয়েছে। আগামী নির্বাচনে বিএনপিসহ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করলে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হবে।
শনিবার বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া ইসলামীয়া কলেজ চত্বরে কর্মী সমাবেশের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, বিএনপি একটি নষ্ট, পচা, রাজনৈতিক দল। কোনো আইন বা বিচার বিএনপির বিপক্ষে গেলেই তারা সেটা নিয়ে প্রশ্ন তোলেন। বিএনপির অন্যায়ের বিচার করতে গেলেই তারা মিথ্যাচার শুরু করেন।
এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান, সাধারণ সম্পাদক আতাউর রহমান আতাসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ০৮:৩৬ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain