
| শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, পাসপোর্ট ও ভিসা প্রার্থীদের কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট সকলকে আরও সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করতে হবে।
আজ শনিবার থেকে শুরু হচ্ছে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ’। এ উপলক্ষে দেয়া বাণীতে তিনি এ কথা বলেছেন।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের উদ্যোগে ‘পাসপোর্ট সেবা সপ্তাহ-২০১৮’ পালিত হচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি বলেন, বহির্গমণের জন্য যেকোনো দেশের নাগরিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভ্রমণ দলিল হলো পাসপোর্ট।
তিনি বলেন,উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশি নাগরিকদের মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) ও বাংলাদেশে আগত বিদেশিদের মেশিন রিডেবল ভিসা (এমআরভি) প্রদানে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতর নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে।
আবদুল হামিদ বাণীতে উল্লেখ করেন,সেবা প্রত্যাশীরা যাতে নির্বিঘ্নে ও দ্রুততম সময়ে পাসপোর্ট ও ভিসা সেবা পায় তা নিশ্চিত করতে ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরসহ সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকতে হবে। আর এটা করতে পারলে এবারের পাসপোর্ট সেবা সপ্তাহের প্রতিপাদ্য ‘পাসপোর্ট নাগরিক অধিকার : নিঃস্বার্থ সেবাই অঙ্গীকার’ যথার্থ হবে বলে তার (রাষ্ট্রপতি) বিশ্বাস।
Posted ০৮:১৬ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain