
| শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
বাংলাদেশের রাজনীতির আকাশে ঝড়ের পূর্বাভাস দেখতে পাচ্ছি। আমরা দানবীয় সরকারের মারমুখী আক্রমণের বিরুদ্ধে অব্যাহতভাবে লড়াই করে টিকে আছি। পরাজয়ের ভয়ে ভীত আওয়ামী লীগ, তাই ওরা উন্মাদের মতো হত্যা-লুণ্ঠন আর ধ্বংসের লীলায় মেতে উঠেছে।’
শনিবার সকালে বিএনপির জাতীয় নির্বাহীর কমিটির সভায় ‘মহাসচিবের প্রতিবেদন’ এ মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা উল্লেখ করেছেন।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে এ সভা অনুষ্ঠিত হচ্ছে।
মিথ্যা মামলা দিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর সরকার নির্যাতন চালাচ্ছে বলে অভিযোগ করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলের সব নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে এ নির্যাতনের প্রতিবাদ করার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার রাজধানীর লা মেরিডিয়েন হোটেলে জাতীয় নির্বাহী কমিটির বর্ধিত সভায় এ কথা বলেন বিএনপি মহাসচিব।
হোটেলের ১৪ তলার গ্র্যান্ড বল রুমে শুরু হওয়া এ সভায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সভাপতিত্ব করছেন।
Posted ০৭:৪৬ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain