
| শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
বিএনপি নির্বাহী কমিটির সভায় অংশগ্রহণ করতে অাশা বিএনপির মহানগর, জেলা, থানা কমিটির বিভিন্ন পর্যায়ের ৩০ জনের মত নেতা অাটকে শিকার হয়েছে।
সকাল থেকে লা-মেরিডিয়ান কেন্দ্রীক তালিকা হাতে নিয়ে অাবস্থান নেয় ডিবি, এসবি সদ্যসরা। মামলা বা ওয়ারেন্ট ভক্ত ব্যক্তি হলরুম অাবস্থান নিশ্চিত করে বাইরে অাসলে ডিবি, এসবি সদ্যসরা গিরে সাদা গাড়ীতে তুলে নিয়ে যায়।
অাটকৃতদের নাম, ঠিকানা, দলের পদবী জানা যায়নি।
এদিকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সভাকে কেন্দ্র করে রাজধানীর খিলক্ষেতস্থ হোটেল লা-মেরিডিয়ান হোটেল এলাকায় সকাল থেকেই নিরাপত্তা জোরদার করা হয়েছে । সড়ক নিরাপত্তায় কাজ করছে ট্রার্ফিক পুলিশ ও খিলক্ষেত থানা পুলিশ।
এ ছাড়া হোটেলের বাইরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, এসবি, ডিবি লা- মেরিডিয়ান নিরাপত্তা কর্মী ও বিএনপি চেয়ারপার্সন সিকিউরিটি ফোর্স (সিএসএফ)।
নিরাপত্তার কারণে নির্ধারিত কার্ডছাড়া কয়েকজন সংবাদকর্মী ও বিএনপি নেতাদেরও হলরুমে প্রবেশ করতে দেয়া হয়নি।
লা-মেরিডিয়ান হোটেলের বাইরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অাধিক অগ্রহ নিয়ে অপেক্ষারত।
সাধারণ নেতা-কর্মীদের নিরাপত্তা বেষ্টনির ধারের কাছে অাসতে দেয়নি নিরাপত্তা কর্মীরা ।
নাম প্রকাশের অানেচ্ছুক এসবি এক সদ্যস জানান, হলরুম ও হোটেলের বাইরে বিপুল সংখ্যক এসবি ও ডিবি সদ্যসরা কাজ করে যাচ্ছেন ।
Posted ০৬:৫৩ | শনিবার, ০৩ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain