
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী, আসাদুজ্জামান খাঁন কামাল, হেফাজতে ইসলাম বাংলাদেশ, আল্লামা শফী, rtvonline
ডেস্ক রিপোর্ট: রাজনৈতিক কোনো উদ্দেশ্যে নয়, শুধু অসুস্থ হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফীকে দেখতে গিয়েছিলেন বলে জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার বিকেলে চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদরাসায় আল্লামা শফীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
আসাদুজ্জামান খান কামাল জানান, আইন অনুযায়ী খালেদা জিয়ার বিচার হচ্ছে। বিচারের রায় যা হবে, তা কার্যকর হবে। এখন সেটার জন্য প্রস্তুতি নিতে হবে। প্রোপাগান্ডা চালানোর প্রশ্নই আসে না।
হেফাজতে ইসলাম প্রধানের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাতের সময় চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী, পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে আসাদুজ্জামান খাঁন কামাল ফটিকছড়ির নানুপুরে জামেয়া ইসলামিয়া ওবায়দিয়া মাদরাসার মিলাদ মাহফিলে যোগ দেন।
Posted ১৫:৪২ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain