
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
জাতীয় নির্বাহী কমিটির সভা ফেসবুক পেজে লাইভ করবে বিএনপি। দলটির নিজেদের তিনটি সাইট থেকে এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হবে। চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন।
Facebook.com/bnp.communication, Facebook.com/bnpbd.org & Facebook.com/bnplivenettv’ এই তিনটি পেজ থেকে সরাসরি সম্প্রচারের সব ধরণের প্রস্তুতি নিয়েছে বিএনপি।
শনিবার সকাল ১০ ঢাকার বিমানবন্দর সড়কের হোটেল লা মেরিডিয়ানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। এতে দলের চেয়ারপারসন খালেদা জিয়া সভায় সভাপতিত্ব করবেন।
এদিকে অনুষ্ঠানে যোগদানের জন্য নির্বাহী কমিটির সদস্যদের পরিচয়পত্র বিতরণ করেছে বিএনপি। যারা দলীয় কার্ড সংগ্রহ করতে পারবে না তারা অনুষ্ঠান স্থল থেকে সভা শুরু হওয়ার আগেই সংগ্রহ করতে পারবেন। এছাড়া সংবাদ মাধ্যম কর্মীদের জন্য বিশেষ পরিচয়পত্র হোটেল লা মেরিডিয়ান অনুষ্ঠানস্থলে সকাল ৮টা থেকে সাড়ে নয়টার মধ্যে সংগ্রহ করতে হবে। বিষয়টি জানিয়েছেন চেয়ারপারসনে মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
২০১৬ সালের ১৯ মার্চ বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলের সাড়ে ৪ মাস পর ৫০২ সদস্যের জাতীয় নির্বাহী কমিটির গঠন করা হয়। গঠনতন্ত্র অনুযায়ী প্রতি তিন মাস পর জাতীয় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও শনিবারই এ কমিটির প্রথম বৈঠক হবে। কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাড়াও সারাদেশে শাখাগুলোর সভাপতি-সাধারণ সম্পাদক ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা পদাধিকার বলে নির্বাহী কমিটির এ বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে। আমাদের সময়.কম
Posted ১৫:৩৩ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain