
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
চিরনিদ্রায় শায়িত হলেন মেয়র আইয়ুব বখত জগলুল। সুনামগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র জগলুলকে শেষ বিদায় জানাতে হাজার হাজার মানুষ শুক্রবার ২ টার সময় সুনামগঞ্জ স্টেডিয়ামে জানাযার নামাজে শরিক হন। জানাযার নামাজ শেষে আরপিননগরস্থ পারিবারিক গোরস্তানে দাফন সম্পন্ন হয়।
জগলুলের শেষ বিদায় যাত্রায় অংশ নেন সিলেট বিভাগের বিভিন্ন পৌরসভার মেয়র। শেষযাত্রায় বিদায় জানাতে অংশ নেন তার প্রাণের সংগঠন আওয়ামী লীগের সিলেট বিভাগের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।
যানাজাপূর্ব সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, মোয়াজ্জেম হোসেন রতন, এডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাতক মিসবাহ উদ্দিন সিরাজ, আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান, সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম, পুলিশ সুপার বরকত উল্লাহ খান, আজিজুস সামাদ আজাদ ডন, বিএনপি সভাপতি কলিম উদ্দিন আহমদ মিলন প্রমুখ। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন তার ছোট ভাই ইয়াকুব বখত বহলুল ও সন্তান সাদ বখত।
জগলুলের আকস্মিক মৃত্যুর সংবাদে জেলাজুড়ে নেমে এসেছে শোকের ছায়া। সমবেদনা জানাতে স্বজন, শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মীসহ সাধারণ মানুষ ছুটে আসছেন তার আরপিননগরের বাসায়। বখতবাড়িতে সৃষ্টি হয়েছে এক এক শোকাবহ পরিবেশের।
মেয়র আইয়ুব বখত জগলুলের অকাল মৃত্যুতে পৌর পরিষদ সাত দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। তার মৃত্যুতে পৌর পরিষদে একটি শোক বই খোলা হয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকায় ইন্তেকাল করেছেন সুনামগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত জননন্দিত মেয়র আইয়ুব বখত জগলুল।
Posted ১১:০৯ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain