
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়।যার ওপর নির্ভর করছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া ও তার দলের ভাগ্য। দলের সূত্র জানায়, খালেদার সাজা হলে তাঁর অনুপস্থিতিতে দল পরিচালনার মূল দায়িত্ব পালন করবেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। আর দলের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের নয়জন জ্যেষ্ঠ নেতা। তবে সবকিছু হবে খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী।
খালেদা জিয়ার সাজা হলেও দল চলবে চেয়ারপারসনের নির্দেশে। দল পরিচালনা কমিটি খালেদার সিদ্ধান্তাই বাস্তবায়ন করবে। বিএনপির জ্যেষ্ঠ নেতারা বলছেন, এতে দলে বিভেদ তৈরির কোনো সুযোগ নেই। খালেদা জিয়াকে ছাড়া কোনো নির্বাচনও হবে না বলেও হুঁশিয়ারি তাদের।
বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, স্থায়ী কমিটি একটি নীতিনির্ধারকের কমিটি। তাদের দায়িত্ব তারা পালন করবেন কিন্তু নেতৃত্ব দেবেন বেগম খালেদা জিয়া তিনি যেখানেই থাকুন না কেন? নজির আছে যারা মামলা দিয়ে জেলে দেয় তারাই বেশি ক্ষতিগ্রস্ত হয়। এখানে নেতৃত্বের শূণ্যতার কোনো সুযোগ নেই।
দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় বিএনপির নির্বাহী কমিটির সভা হবে রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে। সে সভায় সদস্যরা তাদের বক্তব্যের মাধ্যমে অভিমত প্রকাশ করবেন। সভায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নির্দেশনামূলক বক্তব্য রাখবেন বলে তিনি জানান।
এছাড়া বিএনপি নেতা-কর্মীদের ধরপাকড় করা হচ্ছে বলেও অভিযোগ দলের শীর্ষ নেতাদের। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সূত্র : ইন্ডিপেন্ডেট টিভি
Posted ১১:০৪ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain