
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
Saudi Arabian women, seeking a job, stand in line to talk with recruiters during a job fair in Riyadh January 25, 2012. It is Women’s Day at the first of a series of job fairs launched by the Saudi government this year to find employment for its citizens. In coming months the scheme aims to arrange interviews for 15,000 men and women out of 100,000 applicants, holding similar fairs in the cities of Jeddah and Dammam. Picture taken January 25, 2012. To match Mideast Money SAUDI-ECONOMY/REFORMS REUTERS/ Stringer (SAUDI ARABIA – Tags: BUSINESS EMPLOYMENT) – RTR2X5VC
সৌদিআরব ভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজের খবরে বলা হয়, ১৮ জানুয়ারি সৌদি পাসপোর্ট অফিসের সাধারণ অধিদপ্তরে (জিডিপি) নারী কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়ার পর এ সকল আবেদন জমা পড়ে।
খবরে আরও বলা হয়, আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ পরেই জিডিপি কর্মকর্তারা দেখেন এক লাখ সাত হাজার সৌদি নারী আবেদন করেছেন। আর পাসপোর্ট অফিসের অধিদপ্তর ওয়েবসাইটে ছয় লাখেরও বেশি হিট পেয়েছে।
এ অবস্থায় কর্তৃপক্ষ আবেদন প্রক্রিয়া বন্ধের সিদ্ধান্ত নেন। জিডিপি মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল তালাল আল-শালহোব আরব নিউজকে জানান, আবেদনগুলো ইলেক্ট্রনিকভাবে যাচাই-বাছাই করে কোডিং সিস্টেমের মাধ্যমে নিশ্চিত করা হবে।
তিনি বলেন, আবেদনকারীদের মধ্যে মাস্টার্স সম্পন্নকারীদের আবেদন গ্রহণ করা হবে। লে. কর্নেল তালাল বলেন, আবেদনকারীদের শারীরিকভাবে উপযুক্ত হতে হবে এবং বয়স ২৫ ৩৫ বছরের মধ্যে হতে হবে।
বিবাহিত নারী হলে স্বামী অবশ্যই সৌদি আরবের নাগরিক হতে হবে। এ ছাড়া বাবার চাকরির কারণে সৌদির বাইরে বড় ওঠা নারীদের আবেদনও গ্রহণযোগ্য হবেনা।
তিনি আরও বলেন, চাকরির অনুমোদন প্রাপ্তদের ৩০ দিনের প্রশিক্ষণ দেওয়া হবে।
Posted ০৯:২৪ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain