
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
সকালে বিএনপি দলীয় কার্যালয়ের এসে রিজভী শুনলেন, দলের মহাসচিবকে ফোনে পাওয়া যাচ্ছে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী একটি বীমা কোম্পানিতে চাকরি করেন। রিজভী ফোন করলেন তাঁকে। জিঙ্গেস করলেন, ‘ফখরুল ভাই কোথায়?‘ অপরপ্রান্ত থেকে বলা হলো, ‘মির্জা ফখরুল সাহেব রাতে বাড়ি ফেরেননি।’ ফোন রেখেই রিজভী ব্যস্ত হয়ে গেলেন। চিৎকার করে বলা শুরু করলেন,‘ ফখরুল ভাই পালাইছে, আরও কে কে পালাইলো। আহারে আন্দোলন শুরুর আগেই শেষ।’ একজন কর্মীকে ডেকে বললেন, ‘খোঁজ করো, কাঁরা কাঁরা পলাতক। যাঁরা পালাবে তাঁরাই দালাল। এবার দালালদের তালিকা করা হবে। একটা দালালও রাখা হবে না দলে।‘
Posted ০৯:১৯ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain