
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
২১তম রাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণের জন্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তার কাছ থেকে তিনি এ মনোনয়নপত্র সংগ্রহ করেন।
এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা, ইসির ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চিফ হুইপ মোট তিনটি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় তার সঙ্গে ছিলেন হুইপ শহীদুজ্জামান সরকার, ইকবালুর রহিম, মুহম্মদ শাহাবুদ্দিন ও আওয়ামী লীগের নির্বাহী কমিটির সদস্য রিয়াজুল কবির কাওসার।
Posted ০৭:০০ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain