
| শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮ | প্রিন্ট
আওয়ামী যুবলীগের গবেষণা সংস্থা যুব জাগরণ থেকে প্রকাশিত চারটি গ্রন্থের মোড়ক উম্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার অমর একুশে বইমেলা উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শনের সময় যুব জাগরণ স্টলে এসে তিনি এসব বইয়ের মোড়ক উন্মোচন করেন।
বইগুলো হলো- বিশ্বের সেরা নেতা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উন্নয়ন ও অগ্রগতির নয় বছর, তুলনামূলক চিত্র ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন। এসব বইয়ের সম্পাদক ও প্রকাশক যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন- অ্যামিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি, সুইডেনের কবি ও লেখক আর্নি জনসন, একাডেমির মহাপরিচালক সামছুজ্জামান খান, যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রেসিডিয়াম সদস্য আতাউর রহমান, সিরাজুল ইসলাম মোল্লা এমপি, যুগ্ম সম্পাদক মঞ্জুরুল আলম শাহীন, নাসরিন জাহান চৌধুরী শেফালী, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন তুহিন, দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান, প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু, শিক্ষা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, উপ বিজ্ঞান সম্পাদক শ্যামল কুমার রায় প্রমুখ।
Posted ০৬:২৫ | শুক্রবার, ০২ ফেব্রুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain