| রবিবার, ১২ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
মন্ত্রিসভা গঠন স্থগিত, দশম জাতীয় সংসদের নির্বাচিত ২৯০ এমপিকে বিজয়ী ঘোষণা করে নির্বাচন কমিশনের প্রকাশ করা গেজেট এবং তাদের শপথের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়েছে। রবিবার সকালে সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুস আলী আকন্দ রিটটি করেন।
রিটে আবেদনে ২৯০ জন সংসদ সদস্যেদের ৮ জানুয়ারির গেজেট বিজ্ঞপ্তি কেন বেআইনি হবে না- এই মর্মে রুল চাওয়া হয়েছে। রুল শুনানি না হওয়া পর্যন্ত ওই গেজেট বিজ্ঞপ্তি, মন্ত্রিসভা গঠন এবং শপথ স্থগিতের আরজি রয়েছে।
রিটে নবম সংসদ বহাল রেখে দশম সংসদের এমপিদের শপথ গ্রহণ সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে উল্লেখ করা হয়। রিট দায়েরকারী আইনজীবী ইউনুস আলী আকন্দ জানান, সংবিধান ও গণপ্রতিনিধত্ব অধ্যাদেশ (আরপিও) ৩৯ এর ৪ ধারা অনুযায়ী এই বৈধতা চ্যালেঞ্জ করা হয়।
দুপুরে বিচারপতি মীর্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।রিটে নির্বাচন কমিশন, আইন সচিব, মন্ত্রী পরিষদ সচিব, জাতীয় সংসদ সচিব, প্রধান নির্বাচন কমিশন, স্পিকার ও সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
Posted ১১:৩৭ | রবিবার, ১২ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin