
| শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস। প্রতি বছর ২৬ জানুয়ারি ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৭৯টি দেশে দিবসটি পালন করা হয়।
২০০৯ সাল থেকে ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশন (ডব্লিউসিও) ২৬ জানুয়ারিকে কাস্টমস দিবস হিসেবে ঘোষণা করে। এরপর থেকেই বাংলাদেশও সংস্থাটির সদস্য হিসেবে দিবসটি পালন করছে।
এবার দিবসটির প্রতিপাদ্য- ‘অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ বাণিজ্য পরিবেশ’।
প্রতিবারের ন্যায় এ বছরও বাংলাদেশে নানা আয়োজনে দিবসটি পালিত হবে। দিবসটি উপলক্ষে শুক্রবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে সকালে রাজধানীর সেগুনবাগিচার রাজস্ব ভবন প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হবে।
এর পাশাপাশি প্রতি বছরের ন্যায় এবারো দেশের কাস্টমস হাউস ও শুল্ক স্টেশনে আলোচনা এবং শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জাতীয় দৈনিকে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ এবং টেলিভিশনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
Posted ১০:৪৪ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain