
| শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
চিহ্নিত সন্ত্রাসীরা আওয়ামী লীগের সদস্য হতে পারবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে মানিকগঞ্জের স্থানীয় বিজয় মেলা মাঠে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন উপলক্ষ্যে আয়োজিত প্রতিনিধি সভায় তিনি এ কথা জানান ।
ওবায়দুল কাদের জানান, সাত থেকে আট মাস পরেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
দল গঠনে সদস্য ১০-২০ জন সদস্য সংগ্রহ করে বসে থাকবেন না। সদস্য সংগ্রহ শুরু হলো আজ থেকে এই সদস্য সংগ্রহ ঘরে ঘরে নিয়ে যেতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি আন্দোলনে ব্যর্থ হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা করছে। তাদের অপকর্মের জন্যই আগামী নির্বাচনে জনগণ তাদের ভোট দেবে না। সূত্র : একাত্তর টিভি
Posted ১০:০৭ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain