
| শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
আগামীকাল শনিবার (২৭ জানুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
শনিবার রাত সাড়ে আটটায় গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হবে। চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন।
ধারণা করা হচ্ছে, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার একটি মামলার রায় দেওয়াকে কেন্দ্র করে দলের কৌশল নির্ধারণ করতেই স্থায়ী কমিটির বৈঠক ডাকা হয়েছে।
বৈঠকে বিএনপির রাজনৈতিক কৌশল, রায় অপ্রত্যাশিত হলে কর্মসূচিসহ নানা বিষয়ে আলোচনা করা হবে।
Posted ০৯:৩২ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain