
| শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ এলাকায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে এক ওয়ার্কশপ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মোহাম্মদ ইব্রাহিম (৩৬)।
শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
নিহত ইব্রাহিমের ভাতিজা বাদল বলেন, গত দুই দিন আগে ওয়ার্কশপের মালামাল কিনতে ঢাকায় আসেন ইব্রাহিম। পরে একটি কাজে তিনি নারায়ণগঞ্জ যান। সেখান থেকে শুক্রবার ভোর সাড়ে চারটার দিকে বোরাক পরিবহনের একটি বাসে সায়েদাবাদ নামেন। সেখান থেকে হেটে সায়েদাবাদ রেললাইনে যাওয়া মাত্র কয়েকজন ছিনতাইকারী তার পথরোধ করে। পরে ছিনতাইকারীরা তাকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় ইব্রাহিম নিজেই সালাহউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে যান।
পরে ওয়ারী থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম পৌনে পাঁচটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ছয়টার দিকে ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিম খুলনার সোনাডাঙ্গা থানার শেখপাড়া শেরেবাংলা রোডের বজলুর রহমানের ছেলে।
ওয়ারী থানার উপপরিদর্শক শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ জরুরি বিভাগের মর্গে রয়েছে।
Posted ০৮:৫২ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain