
| বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
মঞ্চে বক্তব্য দিয়ে আমরা হায়েনা সরকার থেকে মুক্তি পাবো না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বলেন, বদ্ধ ঘরে বসে আমরা কখনও স্বাধীনতার চেহারা দেখতে পাবো না। এ কথা আমাদের পরিস্কার মনে রাখতে হবে। বদ্ধ ঘরে বসে স্বাধীনতা পাওয়া যায় না বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কৃষক দল এ সভার আযোজন করে।
মির্জা আব্বাস বলেন, খোলা মাঠে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে। আমরা কি ৯০’র আন্দোলন করি নাই। আমরা কি ৯৬ সালে আন্দোলন করি নাই? আমরা সবগুলো আন্দোলনে অংশগ্রহণ করেছি।
তিনি বলেন, তৎকালীন স্বৈরশাসকদের একটি গুলি ছোড়ার জন্য খেসারত দিতে হয়েছে। এখন হাজার হাজার গুলি হচ্ছে খেসারতের বালাই নেই। লাইসেন্স দিয়ে দেয়া হচ্ছে গুলি করে মানুষ মারার জন্য। এভাবেই পুনরায় বাকশাল কায়েমের একটা প্রক্রিয়া প্রায় শেষ প্রান্তে। এটি থেকে বের হয়ে আসতে হলে আমাদের আন্দোলন করতে হবে। অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করতে হবে।
Posted ১৫:১৬ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain