
| বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা হবে আজ। নির্বাচন কমিশন (ইসি) এ তফসিল ঘোষণা করবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান জানান, তফসিল নির্ধারণ বিষয়ে বিকেল ৩টায় নির্বাচন কমিশনের সভা অনুষ্ঠিত হবে। সভার পর নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে কমিশন তফসিল ঘোষণা করবে।
এর আগে গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে সংসদ ভবনে তার অফিস কক্ষে রাষ্ট্রপতি নির্বাচন বিষয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে তিনি জানিয়েছিলেন, আগামী ১৮ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। আইন অনুযায়ী তারা স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
Posted ০৭:১৪ | বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain