রাজধানীর উত্তরায় ট্রাকের সাথে ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত পাঁচ জন আহত হয়েছেন বলে স্থানীয়দের দাবি। তবে নিহতের কোন খবর পাওয়া যায়নি।
উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর সড়কের রেল ক্রসিংয়ে বুধবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। পরবর্তীতে ট্রেনটি উদ্ধার করে নেওয়ার পর রাত সাড়ে ১২টার ট্রেন লাইনটি সক্রিয় হয়।
স্থানীয় ফরিদ মার্কেটের বাসিন্দারা বলেন, ফরিদ মার্কেট সংলগ্ন উত্তরা ৪ নম্বর সেক্টরের রেল লাইনে ট্রাক বোঝাই স’মিলের একটি ট্রাক ট্রেন লাইন পারাপারের সময় সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ট্রাকের ড্রাইভার ও হেলপারসহ অন্তত পাঁচ জন আহত হয়েছে। যাদের মধ্যে কয়েকজন যাত্রীও রয়েছেন। তবে তাদের পরিচয় জানাতে পারেন নি স্থানীয়রা।
তারা অভিযোগ করে বলেন, ‘ট্রেন লাইনের পাশে কাঠের স’মিল। আর ট্রেন লাইনের দু’পাশেই ঘরে তোলা হয়েছে অবৈধ দোকানপাট ও বাজার। ফলে প্রতিনিয়ত এ রকম দুর্ঘটনার ঘটনা ঘটে। যার শেল্টার (নিয়ন্ত্রণকর্তা) দিচ্ছেন বিমানবন্দরে রেলওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আকবর আলী।’
দুর্ঘটনার বিষয়ে কমলাপুর রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসীর জানিয়েছেন, দুর্ঘটনায় কোন হতাহত নাই। অন্য লাইন দিয়ে ট্রেন চলাচল করছে।
তিনি আরও বলেন, ‘স’মিইলের কাঠ ভর্তি ট্রাক ঘুরতে গিয়ে সিলেট থেকে ঢাকাগামী পারাবত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের কয়েকটি গাছ ট্রেনের চাকায় চলে গিয়ে ট্রেন আটকে যায়।
এদিকে ঘটনাস্থলে উত্তরা জোনের পুলিশ কর্মকর্তা ও রেলওয়ে পুলিশের লোকজন ঘটনাস্থল পরিদর্শনে আসেন।