
| বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
১লা ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি পুরো মাস জুড়ে রাজধানীতে যানজট নিয়ন্ত্রণে বিশেষ অভিযানে নামবে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন, বলেন দক্ষিণ সিটি করপোরশন মেয়র সাঈদ খোকন।
বুধবার ডিএসসিসি’র ব্যাংক ফ্লোরে দ্বাদশ কর্পোরেশন সভায় এ কথা বলেন ঢাকা দক্ষিণের মেয়র।
এসময় তিনি আরও বলেন, মেয়াদোত্তীর্ণ, লাইসেন্সবিহীন গাড়ি ও চালকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করার জন্য যে কমিটি করা হয়েছে, তাতে বিআরটিএ’র সংশ্লিষ্ট কর্মকর্তাদের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এই বিশেষ অভিযান কার্যক্রম পরিচালনা করা হবে।
Posted ১৬:১২ | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain