
| বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
ডেস্ক রিপোর্ট: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী পরিবার থেকে নারীর নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি বলেন, নারীর শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রথমে পরিবারে তার নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তারপর যানবাহনের নিরাপত্তার বিষয়টি আসবে। এরপর নারীর কর্মক্ষেত্রে তার সুষ্ঠু কর্মপরিবেশ নিশ্চিত করার কাজ করতে হবে। তবেই একজন নারী সমাজে তার সমঅধিকার প্রতিষ্ঠা করতে পারবে।
নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন হলেই, তার অধিকার সম্পর্কেও সে নিশ্চিত হতে পারবে উল্লেখ করে স্পিকার বলেন, এসব বিষয় সুনিশ্চিত হলেই নারী তার প্রতি যেকোনো ধরনের নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে পারবে।
আজ বুধবার রাজধানীর একটি হোটেলে ইউএন উইমেন’র সহযোগিতায় বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল কনসালটেশন মিটিং অন উইমেন, পিস এন্ড সিকিউরিটি’ বিষয়ক এক পরামর্শ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ড. শিরীন শারমিন চৌধুরী।
তিনি বলেন, নারীর অর্থনৈতিক সক্ষমতার পাশাপাশি তার ক্ষমতায়নে সরকার কাজ করছে। এরই ধাবাবাহিকতায় তাদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হচ্ছে। এক্ষেত্রে সংসদ সদস্যরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।
তিনি আরো বলেন, প্রত্যেক সংসদ সদস্য তার নিজ নির্বাচনী এলাকায় বাল্যবিয়ে রোধ, নির্যাতন ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে স্থানীয় প্রতিনিধিদের নিয়ে পরামর্শসভাসহ নানা সামাজিক কাজ করে যাচ্ছে।
যৌন নির্যাতন ও লিঙ্গভিত্তিক সহিংসতা থেকে সুরক্ষা,শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার প্রক্রিয়ায় নারীর অংশগ্রহণ বৃদ্ধি, সহিংসতা প্রতিরোধে শান্তিরক্ষা কর্মী হিসেবে নারীর ভূমিকার গুরুত্ব, সমর্থন ও সহায়তাদান এবং সহিংসতায় ক্ষতিগ্রস্ত নারী ও শিশুর উপশম ও পুনবার্সনের বিষয়ে পদক্ষেপসমূহ তুলে ধরার লক্ষ্যে এ পরামর্শ সভার আয়োজন করা হয়। বাসস
Posted ১৫:৫৮ | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain