
| বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনাকে অনভিপ্রেত উল্লেখ করে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, যারা ভিসির কার্যালয় ঘেরাও করে গেইট ও তালা ভেঙ্গেছে তারাই বড় অপরাধী। তারাই এই ঘটনার জন্য মূলত দায়ী। সেই অপরাধের কারনেই পরবর্তী ঘটনা প্রবাহ ঘটেছে।
বুধবার ঢাকা রিপোটার্স ইউনিটিতে জাতীয় গণতান্ত্রিক লীগ ও ন্যাপ ভাসানী আয়োজিত ৬৯’ এর শহীদ মতিউর রহমানের স্মরণে আলোচনা তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, যারা এই ভাবে ভিসির কার্যালয় ঘেরাও করে শাবল দিয়ে গেইট ভেঙ্গেছে তাদেরকে চিহ্নিত করে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হোক। কারণ দেশের সর্বোচ্ছ বিদ্যাপীঠের উপাচার্যকে যে ভাবে ঘেরাও করে হেনস্তা করা হয়েছে, এটি কখনোই গ্রহনযোগ্য নয়।
তিনি আরো বলেন, দেশে যখন স্থিতিশীল পরিস্থিতি বিরাজমান তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘটনা সহ নানা ধরনের ঘটনা ঘটিয়ে, বেগম খালেদা জিয়া আদালতে হাজিরা দিতে যাওয়া ও আসার সময় দাঙ্গা হাঙ্গামা ঘটিয়ে দেশে একটি বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। দেশের মানুষ এখন সচেতন। সুতরাং বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে কোন লাভ হবে না।
বিএনপির নেতাদের জেলে রেখে দেশে কোন নির্বাচন হতে দেওয়া হবে না বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, এই বক্তব্যের মাধ্যমে আমরা আবার প্রেট্রোল বোমার পদধ্বনি শুনতে পাচ্ছি। আপনাদের নির্বাচন প্রতিহতের নমুনা আমরা ২০১৩ এবং ২০১৪সালে দেখেছি। সরকার পতনের লক্ষে আন্দোলনের নমুনা ২০১৫ সালে দেখেছি। সুতরাং আপনার এই বক্তব্যের মধ্যে আবারও প্রেট্রোল বোমা নিক্ষেপের হুমকি জড়িয়ে আছে।
Posted ১৫:৫২ | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain