
| বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
ছেলে আরাফাত রহমান কোকোর কবরের পাশে দাঁড়িয়ে কাঁদলে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সময় তার সঙ্গে থাকা পরিবারের অন্যান্য সদস্য এবং দলের সিনিয়র নেতারা আবেগআপ্লুত হয়ে পড়েন।
বুধবার জিয়া আরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা হাজিরা দিয়ে প্রায় ৫ঘন্টা পর বাসায় ফিরেন খালেদা জিয়া। এর পর বিকেল ৪টা ৪০ মিনিটে সাদা কাপড় পরে আত্মীয়স্বজন ও দলের সিনিয়র নেতাদের নিয়ে রাজধানীর বনানী কবরস্থানে যান তিনি। সেখানে সূরা ফাতেহা পাঠ করেন এবং নেতাদের সঙ্গে কোকোর রুহের মাগফিরাত চেয়ে দোয়া করেন সাবেক এ প্রধানমন্ত্রী।
নেতাকর্মীদের সঙ্গে কবর জেয়ারত শেষে সকলকে বের করে দিয়ে পরিবারের সদস্যদের নিয়ে একান্ত ভাবে প্রায় ৩০ মিনিটের মতো কবরের পাশে ছিলেন খালেদা জিয়া। এ সময় তিনি কোরআন পাঠ এবং পরিবারের সদস্যদের নিয়ে দোয়া করেন।
এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, অদ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শ্যামা ওবায়েদ, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ সাংগঠনিক সম্পাদক শরিফুল আলম, চেয়াপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কোকোর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া এবং দিনব্যাপি গুলশান চেয়াপারসনের কার্যালয় ও বাসায় কোরআন খতম করা হয়।
কবর জিয়ারত শেষে বাসায় ফিরে খালাদা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে মিলাদ ও মোনাজাত করেন। দোয়া পরিচালনা করেন, ওলামা দলের সভাপতি হাফেজ মাওলানা আবদুল মালক।
এসয়ম উপস্থিত ছিলেন, খালেদা জিয়ার বড় বোন সেলিমা ইসলাম বিউটি, স্বামী রফিকুল ইসলাম, ছোট ভাইয়ে স্ত্রী কানিজ ফাতেমাসহ পরিবারের সদস্যরা। এছাড়াও ছিলেন, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, একান্ত সচিব এবিএম আবদুস সাত্তার, বিএনপি নেতা কামরুজ্জামান রতন, সাঈদ সৌরভ, মীর হেলাল, সাইফুর রহমান, চন্দন রহমান, আবদুল আলম নকী, আবুল কালাম আজাদ, চেয়াপারসনের মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার
Posted ১৫:৪৯ | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain