
| বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
গতকাল মঙ্গলবার উপাচার্য, কর্মচারী শিক্ষার্থীদের লাঞ্ছনার প্রতিবাদে ২৯ জানুয়ারিতের সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। বুধবার বেলা ১২টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে জোটের নেতা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের সভাপতি ইমরান হাবিব রুমন এ কর্মসূচি ঘোষণা করেন।
গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের কর্মীদের দফায় দফায় সংঘর্ষকে কেন্দ্র করে আজ সকাল থেকে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীরা।
বুধবার সকালে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর আক্রমণ, কর্মচারীদের উপর হামলা ও শিক্ষার্থীদের লাঞ্ছনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে ছাত্রলীগ কর্মীরা।
গতকালের ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করার দাবি জানায় তারা। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেয় তারা। সূত্র : ডিবিসি নিউজ
Posted ১০:১৮ | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain