
| বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে চলমান সমস্যা সমাধানে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথেষ্ট। সমস্যা সমাধানের দায়িত্বও তাদের। তাই নিজেদের সমস্যা, নিজেদেরকেই সমাধান করতে হবে।
বুধবার রাজধানীর মগবাজারের ওয়্যারলেস গেটে নজরুল শিক্ষালয় স্কুলের বার্ষিক মিলাদ মাহফিল ও এসএসসি (২০১৮) পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীরা তাদের কিছু দাবি আদায়ে আন্দোলন করছে। পরিস্থিতির সমাধানের দায়িত্ব ঢাবি কর্তৃপক্ষের। এ বিষয়ে ঢাবি কর্তৃপক্ষ যথেষ্ট। তাই এ ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই। আমি আশা করি, ঢাবি কর্তৃপক্ষ দ্রুত সমস্যার সমাধান করবেন।’
এ সময় তিনি হুঁশিয়ার করে বলেন, আন্দোলনের নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আন্দোলনের কারণে কোনো ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি হলে সেটা বরদাশত করা হবে না।
Posted ০৯:১৪ | বুধবার, ২৪ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain