
| মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এ আদেশ দেন।
আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল জানান, শাহবাগ থানার দুই মামলায় আজ বিচারক অভিযোগপত্র আমলে নিয়ে এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
তাপস কুমার পাল আরো বলেন, ২০১৫ সালের ডিসেম্বরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের সামনে অজ্ঞাত আসামিরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থানায় মামলা করা হয়। এরপরে পুলিশ তদন্ত করে বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনের পৃথক দুই মামলায় বিএনপি নেতা সোহেলসহ অন্য আসামিদের বিরুদ্ধে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতের অভিযোগপত্র দাখিল করেন।
Posted ১৫:৩৮ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain