
| মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
ঢাকায় বসে টেলিভিশনে চেহারা না দেখিয়ে রাজনীতিবিদদের শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। সূত্র: যমুনা টিভি
মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই আহ্বান জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী।
এসময় দলমত নির্বিশেষে সাধ্যমত সবাইকে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
তিনি বলেন, শীতার্ত মানুষের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ ভাণ্ডার থেকে ১৮ লাখ কম্বল পাঠানো হয়েছে। পাশাপাশি শীতপ্রবল ২০টি এলাকায় খোলা হয়েছে কন্ট্রোল রুম।
বলেন, বৃত্তশীলদের অনুরোধ করবো অতীতে যেভাবে শীতার্তদের পাশে হাত বাড়িয়ে দিয়েছেন সেভাবে দল মত নির্বিশেষে সবাইকে ঢাকায় বসে টেলিভিশনে চেহারা না দেখিয়ে চলুন শীতার্তদের পাশে গিয়ে দাঁড়াই।
Posted ১০:৩০ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain