
| মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের সাত দিন আগে নির্বাচনী এলাকায় সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক জানাজা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার সময় এ দাবি জানান তিনি।
বিকেলে বিএনপি নেতা এম এ মজিদের জানাজা দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, আগামী ২৬ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনে নতুন ১৮টি করে সাধারণ ওয়ার্ড এবং ছয়টি করে সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচন হবে।
Posted ১০:১১ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain