| শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪ | প্রিন্ট
ঢাকা : মানবতাবিরোধী অপরাধে জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর মামলার রায় কোনো দিবস সামনে রেখে নয়, প্রক্রিয়া মেনেই দেয়া হবে বলে জানিয়েছেন প্রসিকিউশন ও অ্যাটর্নি জেনারেল। তারা আরো জানিয়েছেন, শিগগিরিই এই মামলার রায় হতে পারে।
তবে মামলাটি অপেক্ষমাণ তালিকায় থাকা অবস্থায় ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান এ টি এম ফজলে কবীর চাকরি থেকে অবসরে গেছেন। তাই ট্রাইব্যুনাল-১-এ নতুন বিচারক নিয়োগ অথবা অন্য আদালতে মামলাটি স্থানান্তরের মাধ্যমেও বিচারকাজ শেষ করা হতে পারে জানান তারা।
ইনডিপেনডেন্ট টিভির খবরে এসব কথা জানা যায়। যুদ্ধাপরাধের দায়ে জামায়াতের নেতা মতিউর রহমান নিজামীর বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ। সাক্ষ্য-প্রমাণ, যুক্তিতর্ক শেষে এখন বাকি শুধু রায় ঘোষণা।
নতুন বিচারক নিয়োগ পেলে তিনি পুরো প্রক্রিয়ায় না গিয়ে শুধু যুক্তিতর্ক শুনে রায় দিতে পারবেন বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও সিনিয়র প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী।মামলার চাপ কমে যাওয়ায় একটি ট্রাইব্যুনালেই আগামী দিনে কাজ চলতে পারে বলে মনে করেন তারা।
তবে মামলা ঝুলে যাওয়া, পক্ষপাতিত্ব, বিশেষ দিনে রায় ঘোষণা্- কোনো সমালোচনাই বিচার-প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারবে না বলে মনে করে প্রসিকিউশন।
Posted ১০:৩০ | শুক্রবার, ১০ জানুয়ারি ২০১৪
Swadhindesh -স্বাধীনদেশ | admin