
| মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে অনুষ্ঠিত হওয়া ঐতিহ্যবাহী ‘থ্রি কিংস ডে’ উত্সবে দেড় কিলোমিটার লম্বা কেক খেলেন প্রায় আড়াই লাখ মানুষ। দুই হাজার একশ জন বেকার ৯.৩৭ টন ওজনের এই কেক তৈরিতে অংশ নিয়েছিলেন।
প্রতি বছরের ন্যায় এ বছরেও অনুষ্ঠিত হয় উৎসবটি। তবে প্রতি বছর কয়েক হাজার মানুষ অংশ নিলেও এবার প্রায় আড়াই লাখ মানুষ এই উৎসবে অংশ গ্রহন করে। অবাক কারার বিষয় হলো- তাদের কেউ এই কেক খাওয়া থেকে কেউ বাদ পড়েননি।
কেক কাটার জন্য সাজানো হয়েছিল পুরো উত্সব এলাকা। বেলুন উঁড়িয়ে উত্সবের সূচনা হয়। ৮৪ বছর বয়সী ডোলোরেস রদ্রিগেজ কেক খেয়ে তৃপ্তির ঢেকুর তোলেন বলেন, এবছরই প্রথম থ্রি কিংস ডে’র কেক খেলাম, খেতে সত্যিই অসাধারণ। তবে এই কেক খাওয়ার উত্সবে সবচেয়ে বেশি মজা করেছে শিশুরা। কেউ কেউ একাধিকবারও খেয়েছে।
উৎসবের প্রধান আকর্ষণ ছিল বিশাল আকারের এই ‘কেক’ নিয়ে। দর্শনার্থীদের কথা চিন্তা করেই কতৃপক্ষ এই আয়োজন করে। সূত্র: এনডিটিভি
Posted ০৫:০৬ | মঙ্গলবার, ০৯ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain