
| সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
যশোর শহরের একটি অভিজাত হোটেল থেকে নারী পুলিশসহ আটক হয়েছেন মণিরামপুরের সংসদ সদস্যের ছেলে। তবে পুলিশ এই ঘটনা পুরোপুরি স্বীকারও করেনি আবার অস্বীকারও করেনি। হাটেল কর্তৃপক্ষ অবশ্য ঘটনা নিশ্চিত করেছেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার বেলা আড়াইটার দিকে কোতয়ালী থানার ইনসপেক্টর (অপারেশন) শামসুদ্দোহা যশোর শহরের হাটখোলা রোডে হোটেল সিটি প্লাজায় অভিযান চালান। তিনি হোটেলের একটি কক্ষ থেকে শুভ ও সাবরিন নামে দুই যুবক-যুবতীকে আটক করেন ।
শুভ যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচায্যের ছেলে। আর সাবরিন সুলতানা মণিরামপুর থানায় কর্মরত এএসআই।
অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দিন সিকদার জানান, আমার একজন এএসআই হোটেলে দেখা করতে গিয়েছিল। কি কারণে হোটেলে গিয়েছিল এ সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এছাড়া তিনি শুভকে আটকের কথা স্বীকার করে বলেন আমাদের বক্তব্য প্রেসক্লাবের সভাপতি-সেক্রেটারিকে জানিয়ে দিয়েছি। আসলে একই ব্যাপারে জানতে চাওয়া হলে আমাদের পক্ষে বলা সম্ভব হয় না। আমাদের সময়.কম
Posted ১৫:৩৮ | সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain