
| সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
এক সপ্তাহব্যাপী শৈত্যপ্রবাহে বিপর্যস্ত হয়ে পড়া উত্তরবঙ্গের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে যাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রতিনিধিদল।
সোমবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধিদল সোমবার পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলার শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ করার জন্য উত্তরবঙ্গে যাচ্ছেন।
প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন-আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক এবং ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী।
উত্তরবঙ্গে শীতার্ত মানুষের মাঝে কম্বল ও ত্রাণসামগ্রী বিতরণ কর্মসূচির কারণে পূর্বঘোষিত আওয়ামী লীগ সম্পাদকমণ্ডলীর সভা স্থগিত করা হয়েছে। আগামী ১১ জানুয়ারি বৃহস্পতিবার সকালে এই সভা অনুষ্ঠিত হবে।
Posted ০৯:৫১ | সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain