
| সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮ | প্রিন্ট
বর্ণাঢ্য চাকরী জীবনে দূর্দান্ত সাহসীকতার সাথে দায়িত্ব পালনের পাশাপাশি দায়িত্ব প্রাপ্ত এলাকায় ব্যাপক ভুমিকা রাখায় ভুয়সী প্রশংসা অর্জন করেছেন সদা হাস্যজ্বল তরিৎকর্মা রাজবাড়ীর পুলিশ সুপার সালমা বেগম পিপিএম।
সাহসীকতার সাথে ভালকাজ করার জন্য আইজিপি পদক পাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। পুলিশ সপ্তাহ উপলক্ষে আগামীকাল আনুষ্ঠানিকভাবে ওই পদক রাজবাড়ীর পুলিশ সুপারকে প্রদান করা হবে।
গত শনিবার মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক বিপিএম, পিপিএম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
এবারের পুলিশ সপ্তাহে সারাদেশের ১৯২ জন পুলিশ সদস্য এ পদক পাবেন। এ পদক পাওয়ায় রাজবাড়ী জেলা পুলিশের সম্মান আরো একধাপ বৃদ্ধি পেল। এ পদকের সম্মান রেখে আরো ভাল কাজ করার প্রত্যয়ব্যক্ত করে তিনি সকলের দোয়া ও সহযোগীতা কামনা করেছেন।
Posted ০৯:০৯ | সোমবার, ০৮ জানুয়ারি ২০১৮
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain