| মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩ | প্রিন্ট
মনিরুজ্জামান মনি, ঢাকা, ৩০ ডিসেম্বর : স্বপন আহমেদের পরিচালনায় ‘পরবাসিনী’ ছবিটি ওয়ার্ল্ড ওয়াইড প্রিমিয়ার হতে যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন ছবির পরিচালক নিজে। জুনের প্রথম সপ্তাহে এই ছবিটি সারা পৃথিবীতে মুক্তি দেয়ার কথা ভাবছেন তিনি।
স্বপন আহমেদ জাস্ট নিউজকে বলেন, ‘এখন দেশের যে অবস্থা এর মধ্যে কোন ঝুঁকি নিতে চাই না। আমি এখন ফ্রান্সের প্যারিসে আছি। আগামীকাল ৩১ আগস্ট আমি পৃথিবীর কয়েকটি দেশের চলচ্চিত্র পরিবেশকদের সাথে আলোচনা করবো। এই পরিবেশকরা হলিউড ও বলিউডের ছবিগুলোর পরিবেশক হিসেবে কাজ করে।’
এই ছবিতে ১৬ টি দেশের পরিচিত চলচ্চিত্র অভিনেতারা অভিনয় করেছেন। আর ছবির দৃশ্য ধারণের কাজ হয়েছে বাংলাদেশ, ভারত, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, হল্যান্ড, বেলজিয়াম প্রভৃতি দেশে।
স্বপন ছবির প্রধান নায়িকা নিয়ে বলেন, ‘আমার ছবিতে বলিউডের একজন নায়িকা অভিনয় করেছেন। তার নামটি এখনি বলছি না। ছবি মুক্তির তারিখ নির্ধারিত হলে তার এক মাস আগে বিষয়টি উন্মোচন করবো।’
ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, ইমন, মেহজাবিন, নীরব, শামীম ভিস্তি, কাজী উজ্জ্বল, শামীম, অপ্সরা আলী প্রমুখ।
এটি আন্তর্জাতিক সায়েন্স ফিকশন থ্রিলার ধর্মী ছবি।
Posted ০৭:৩৩ | মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৩
Swadhindesh -স্বাধীনদেশ | admin