
| বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭ | প্রিন্ট
চলতি বছর এসএসসি ও সমমান পরীক্ষায় ফল প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে তার কার্যালয়ে ফলাফলের অনুলিপি দেয়া হলেও বেলা দুইটা থেকে ফল পাওয়া যাবে।
www.educationboardresults.gov.bd-এই ওয়েবসাইট ছাড়াও মোবাইলে এসএমএস করে পরীক্ষার ফল জানা যাবে।
মোবাইলে এসএসসির ফল পেতে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠালে একটি ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।
দাখিলের ফল জানতে DAKHILলিখে MAD লিখতে হবে। আর কারিগরির ক্ষেত্রে SSC লিখে TEC লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৭ লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। এরপর ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে। এছাড়া জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও ফল পাওয়া যাবে।
Posted ০৬:৩৫ | বৃহস্পতিবার, ০৪ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain