
| বুধবার, ০৩ মে ২০১৭ | প্রিন্ট
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার মজুমদারহাট বাজারে মরা গরুর মাংস বিক্রির সময় কসাই পিতা-পুত্রকে আটক করেছে পুলিশ।
জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ- মোক্তারুল আলম এ অভিযান চালান। এতে মরা গরুর অবিক্রীত ৭০ কেজি মাংসসহ কসাই পিতা-পুত্রকে আটক করেন।
আটককৃতরা হলেন উপজেলার শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের মফিজল হক বাসু (৫০) ও তার ছেলে শালু মিয়া (২২)।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোক্তারুল আলম বলেন, কসাই পিতা-পুত্র সাড়ে ৪৬ হাজার টাকায় একটি গরু কিনে তাদের বাড়িতে আনার পর গরুটি মারা যায়। সেই মরা গরু জবাই করে মজুমদারহাট বাজারে মাংস বিক্রি করার সময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে আটক করা হয়। এ সময় ৭০ কেজি মাংস উদ্ধার করা হয়। তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে শাস্তি দেয়া হবে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা।
Posted ০৯:১২ | বুধবার, ০৩ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain