
| বুধবার, ০৩ মে ২০১৭ | প্রিন্ট
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘নির্বাচন অবাধ ও সুষ্ঠু হলে বিএনপি বিপুলভাবে বিজয়ী হবে জেনেই সরকার একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। বিএনপি দেশের মানুষের উন্নয়নের দল। নির্বাচন সুষ্ঠু হলে অবশ্যই বিএনপি বিপুলভাবে জয়ী হবে।’
তিনি দলের মধ্যে ঐক্য অটুট রেখে সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
বুধবার দুপুরে পাবনার দোয়েল কমিউনিটি সেন্টারে জেলা বিএনপির কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশে বক্তব্য দেন চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য হাবিবুর রহমান হাবিব, নজমুল হক নান্নু, অ্যাবের মহাসচিব কৃষিবিদ হাসান জাফির তুহিন, জেলা বিএনপির সভাপতি মেজর (অব.) কে এস মাহমুদ, সাধারণ সম্পাদক খন্দকার হাবিবুর রহমান তোতা প্রমুখ।
Posted ০৯:০৬ | বুধবার, ০৩ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain