
| বুধবার, ০৩ মে ২০১৭ | প্রিন্ট
পবিত্র রমজান ১৪৩৮ হিজরি মাসের সেহরি ও ইফতারের সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে থেকে রোজা শুরু হতে পারে। সেদিন থেকে সেহরি ও ইফতার শুরু হবে ধরে নিয়ে এর সময়সূচি প্রকাশ করেছে ইসলামিক ফাউন্ডেশন। এ তালিকা ঢাকা ও এর আশপাশের এলাকার জন্য প্রযোজ্য।
ইসলামিক ফাউন্ডেশন সেহরি ও ইফতারের সময়সূচি গণমাধ্যমে পাঠিয়েছে। সেখানে বলা হয়েছে, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে রোজা শুরু হলে ঢাকা ও পাশ্ববর্তী এলাকার মুসলমানদের ওইদিন ভোর ৩টা ৪০ মিনিটে সেহরি খেয়ে সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে ইফতার করতে হবে। সতর্কতামূলকভাবে সেহরির শেষ সময় সুবহে সাদিকের ৩ মিনিট আগে ধরা হয়েছে।
আর ফজরের ওয়াক্ত শুরুর সময় সুবহে সাদিকের ৩ মিনিট পর রাখা হয়েছে। সেহেরির সতর্কতামূলক শেষ সময়ের ৬ মিনিট পর ফজরের আজান দিতে হবে। সতর্কতামূলকভাবে সূর্যাস্তের পর ৩ মিনিট বাড়িয়ে ইফতারের সময় নির্ধারণ করা হয়েছে বলেও ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ২৭ এপ্রিল শাবান মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১১ মে রাতে বাংলাদেশে শবে বরাত পালিত হবে।
Posted ০৮:১৮ | বুধবার, ০৩ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain