
| বুধবার, ০৩ মে ২০১৭ | প্রিন্ট
টি-টোয়েন্টির অগ্রগতি, সামনের দিকে এগিয়ে যাওয়ার চ্যালেঞ্জ এবং পেছনের ফেলে আসা স্মৃতি আরেকবার মনে করিয়ে দিলেন এই ফরম্যাটের নতুন কাপ্তান সাকিব আল হাসান।
কলকাতায় ‘ওয়ান ইন্ডিয়া’কে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিবের চোখে এখনকার বাংলাদেশই সেরা বাংলাদেশ। টাইগারদের ক্রিকেট ইতিহাসে যুগে যুগে অনেক দলই ছিল। কিন্তু বর্তমান দলকে ইতিহাসের সেরা দল হিসেবেই বাছলেন বিশ্বসেরা অলরাউন্ডার।
‘বর্তমানে আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান আছে। পেসার, স্পিনরাও দারুণ খেলছে। আমি মনে করি, বর্তমান দলটা বাংলাদেশের ক্রিকেটে এখন পর্যন্ত সেরা দল। গত দুই বছরের পারফরম্যান্স সে কথাই বলবে। আমরা সঠিক পথেই আছি।’
টি-টোয়েন্টির অধিনায়কের দায়িত্ব পালন করা মোটেও সহজ নয়, রীতিমত চ্যালেঞ্জ হিসেবে দেখছেন সাকিব। সব দায়িত্বই এক একটা চ্যালেঞ্জ। আমরা আগের মতো নেই। আগে আমরা টুকটাক জিততাম, এখন নিয়মিতই জিতছি। তবে টি-টোয়েন্টিতে আমাদের আরও এগোতে হবে।’
এদিকে আইপিএলে জড়িত থাকার কারণে দলের সঙ্গে ইংল্যান্ডে যাওয়া হয়নি মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের। অবশেষে আজ ভারত থেকে দেশে ফিরছেন মোস্তাফিজ। তার একদিন পর বৃহস্পতিবার ফিরবেন সাকিব।
স্ত্রী অসুস্থ থাকার কারণে হঠাৎ ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। ৫ মে ইংল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন সাকিব। তার সঙ্গেই যাবেন মোস্তাফিজ ও টাইগারদের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।
প্রসঙ্গত, সাকিব, মোস্তাফিজ এবং মাশরাফিকে ছাড়াই প্রথম প্রীতি ম্যাচে ডিউক অব নরফোকের মুখোমুখি হয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের নেতৃত্বে নরফোক একাদশের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ৩৪৫ রান সংগ্রহ করে সফরকারীরা। অবশ্য বৃষ্টির বাগড়ায় ম্যাচটা পরিত্যক্ত হয়ে যায়।
দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। এরপর ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল।
Posted ০৭:০৩ | বুধবার, ০৩ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain