
| বুধবার, ০৩ মে ২০১৭ | প্রিন্ট
আফগানিস্তানের কাবুলে ন্যাটোর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বিস্ফোরণে কমপক্ষে আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় ২৫ জন আহত হয়েছেন এবং নিহতরা সবাই আফগানিস্তানের বেসামরিক নাগরিক বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্মকর্তারা। তবে আহতদের মধ্যে তিনজন মার্কিন কর্মকর্তা রয়েছেন।
কাবুলের মার্কিন দূতাবাসের সামনে সকালের ব্যস্ত সময়ে এই হামলার ঘটনা ঘটেছে বলে বিবিসি-র নিউজে জানানো হয়।
এখনো কোন পক্ষ এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে তালেবান গোষ্ঠী এই হামলা চালিয়ে থাকতে পারে। কারণ বিভিন্ন সময়ে বিদেশিদের লক্ষ্য করে এরা হামলা চালায়। রাস্তায় পাশে থাকা কয়েকটি গাড়িসহ হামলায় একটি গাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে।
এক প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে আল-জাজিরা জানায়, আত্মঘাতী হামলাকারীর ন্যাশনাল ডিফেন্স সিকিউরিটির (এনডিএস) চেকপয়েন্ট লক্ষ্য করে হামলা চালায়। মরদেহগুলো রাস্তায় পড়ে ছিল। কয়েকটি মরদেহ এনডিএস-য়ে নিয়ে যাওয়া হয়েছে।
গোটা এলাকা থেকে মরদেহ ও গাড়িগুলো উদ্ধারে কাজ করছে পুলিশ। শহরজুড়ে জারি করা হয়েছে হাইঅ্যালার্ট।
Posted ০৬:৫৭ | বুধবার, ০৩ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain