
| মঙ্গলবার, ০২ মে ২০১৭ | প্রিন্ট
দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন শুরু হয়েছে। এই অধিবেশন চলবে ৯ মে পর্যন্ত।
মঙ্গলবার বিকেল ৫টা ০৫ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়েছে।
গত ১৬ এপ্রিল সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এই অধিবেশন আহ্বান করেন।
সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। সে হিসেবে এই অধিবেশন সংক্ষিপ্ত হচ্ছে। আগামী জুনে অনুষ্ঠিত হবে বাজেট অধিবেশন।
এর আগে গত ১১ মার্চ শেষ হয় দশম সংসদের চতুর্দশ অধিবেশন।বছরের প্রথম অধিবেশন ৩২ কার্যদিবস চলে। এই অধিবেশনে মোট বিল পাস হয়েছে ১০টি। যার মধ্যে আলোচিত বিশেষ প্রেক্ষাপটে বিয়ের বয়স কমানো সংক্রান্ত বাল্যবিবাহ নিরোধ বিল।
Posted ১১:৩৪ | মঙ্গলবার, ০২ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain