
| মঙ্গলবার, ০২ মে ২০১৭ | প্রিন্ট
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দশম আসরে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে বর্তমানে ভারতে আছেন সাকিব আল হাসান।
বৃহস্পতিবার সাকিবের বোন জান্নাতুল ফেরদৌস রিতুর বিয়ে। অনুষ্ঠান হবে ঢাকা ক্যান্টনমেন্টের সেনা মালঞ্চে। সে উপলক্ষে ওইদিন সকালে দেশে ফেরার কথা রয়েছে সাকিবের।
চলমান আইপিএলে এখন পর্যন্ত মাত্র একটি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন সাকিব। বাকি ম্যাচগুলোতে ছিলেন সাইড বেঞ্চে। বোনের বিয়ে শেষে ইংল্যান্ডের উদ্দেশ্যে উড়াল দেবেন সাকিব।
এদিকে সাকিবে ছাড়াই প্রথম প্রীতি ম্যাচে ডিউক অব নরফোকের মুখোমুখি হয় বাংলাদেশ। খেলেননি মাশরাফি বিন মুর্তজাও। স্ত্রীর অসুস্থতার খবর শুনে দেশে ফেরত আসেন তিনি।
দ্বিতীয় প্রীতি ম্যাচে ৫ মে সাসেক্স একাদশের বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। ইংল্যান্ডে ১০ দিনের ক্যাম্প শেষে ৭ মে ত্রিদেশীয় সিরিজে অংশ নিতে আয়ারল্যান্ডে যাবে বাংলাদেশ দল।
Posted ০৬:২৮ | মঙ্গলবার, ০২ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain