
| মঙ্গলবার, ০২ মে ২০১৭ | প্রিন্ট
দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসছে বিকালে। মঙ্গলবার বিকাল পাঁচটায় সংসদের অধিবেশন শুরু হবে।
জানা গেছে, আগামী ১ জুন সংসদে ২০১৭-১৮ অর্থ বছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। সে হিসাবে এই অধিবেশন খুব সংক্ষিপ্ত হবে। তবে কতদিন অধিবেশন চলবে বিকাল চারটায় কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনে তা ঠিক করা হবে। সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই বৈঠকে অংশ নেবেন।
এর আগে গত ১১ মার্চ সংসদের চতুর্দশ অধিবেশন শেষ হয়। সংবিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে।
সংসদ সূত্রে জানা যায়, এবারের অধিবেশন ১০টি বিল নিয়ে কার্যক্রম চলতে পারে। এর মধ্যে পাঁচটি বিল কমিটিতে বিবেচনাধীন রয়েছে। পাসের অপেক্ষায় রয়েছে দুটি আর উত্থাপনের অপেক্ষায় রয়েছে তিনটি।
পাসের অপেক্ষায় থাকা বিল দুটি হলো বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭।
উত্থাপনের অপেক্ষায় থাকা বিল তিনটি হলো বেসরকারি বিমান চলাচল বিল-২০১৭, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ ও বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭।
কমিটিতে বিবেচনাধীন পাঁচটি বিল হলো বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিল-২০১৬, বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬, কোড অব সিভিল প্রসিডিউর (অ্যামেন্ডমেন্ট) বিল- ২০১৭, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিল-২০১৭ ও বাংলাদেশ পাট গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭।
এদিকে অধিবেশন শুরু হতে যাওয়ায় সংসদ ভবন ও আশপাশের এলাকায় সভা-সমাবেশে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।
মহানগর পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পহেলা মে রাত ১২টার পর থেকে সংসদ ভবন ও তার আশপাশের এলাকায় সব ধরনের অস্ত্র ও ক্ষতিকর বস্তু বহন এবং সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে। অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এ আদেশ বহাল থাকবে।
Posted ০৬:১৮ | মঙ্গলবার, ০২ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain