
| সোমবার, ০১ মে ২০১৭ | প্রিন্ট
বিএনপি’র ষড়যন্ত্র মোকাবেলায় সর্বস্তরের জনগণ প্রস্তুত রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ। সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহান মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশের আগে একটি র্যালি বের হয়ে গুলিস্তান, জিপিও মোড়, হাইকোর্ট চত্তর ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ সমাবেশে সভাপতিত্ব করেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘ইদানিং নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাব দিচ্ছে বিএনপি, যা সংবিধানে নেই। আগামী নির্বাচনে সঠিক সময়ে বর্তমান সরকারের অধীনে হবে। সেই নির্বাচনে বিএনপিকে অংশ নেওয়ার প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানাচ্ছি।
তবে দলটি যদি ৫ জানুয়ারির মতো নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করে তাহলে দেশের মানুষ তার জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছে।
Posted ১০:২৬ | সোমবার, ০১ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain