
| সোমবার, ০১ মে ২০১৭ | প্রিন্ট
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, বৈষম্যমুক্ত সমাজ গড়তে শ্রমিকবান্ধব রাজনীতি ও অর্থনীতির চর্চা করতে হবে।
তিনি বলেন, ক্ষতিপূরণ কখনোই শ্রমিকের জীবনের বিনিময় হতে পারে না। শ্রম আইন বাস্তবায়ন ও কল-কারখানা পরিদর্শনে সরকারের জোরদার ভূমিকার মাধ্যমে কর্মক্ষেত্রে শ্রমিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মে দিবস উপলক্ষে সোমবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কার্যালয়ের সামনে জাতীয় শ্রমিক জোট আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হাসানুল হক ইনু এ সময় শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় ছয় দফা দাবি উত্থাপন করেন। এগুলো হলো, অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের শ্রম আইনের আওতায় আনা, বাজারের সাথে সামঞ্জস্য রেখে মজুরি হালনাগাদ করা, কর্মক্ষেত্রে নিরাপত্তা, গাফিলতি পরিহার করে শ্রম আইন হুবহু বাস্তবায়ন, সমকাজে নারী-পুরুষের সমমজুরি এবং ট্রেড ইউনিয়নের অধিকার নিশ্চিত করা। তিনি এ দাবিগুলো তুলে ধরলে সমবেত শ্রমিকরা হর্ষধ্বনি দিয়ে স্বাগত জানান।
সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশ এর সাধারণ সম্পাদক নাইমুল আহসান জুয়েল, সহ-সভাপতি সাইফুজ্জামান বাদশা, জাসদ মহানগর-উত্তরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা, জাতীয় নারী জোটের আহবায়ক আফরোজা হক রীনা, জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক আহসান হাবীব শামীম।
সমাবেশ শেষে শ্রমিকরা লাল পতাকা হাতে মিছিল বের করেন। এতে নেতৃত্ব দেন তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু। মিছিলটি বঙ্গবন্ধু এভিনিউ সংলগ্ন এলাকা প্রদক্ষিণ করে।
Posted ০৯:৪৭ | সোমবার, ০১ মে ২০১৭
Swadhindesh -স্বাধীনদেশ | Athar Hossain